ভাত খেতে বসা মেয়েকে কুপিয়ে খুন করে বাবার আত্মহত্যা !

0
33

নিউজ ডেস্ক:

ভাত খেতে বসা মেয়েকে ভাতের থালা থেকে টেনে তুলে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন বাবা। গত সোমবার ভারতের শিলিগুড়ির জাদুভিটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে সোমা হাঁসদারের (১২) মৃতদেহ। ঘরেই ঝুলন্ত অবস্থায় মিলেছে সোমার বাবা শুকরা হাঁসদার মৃতদেহ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুকরা হাঁসদার মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাড়িতে উৎপাত করত সে। সোমবার সকালেই একবার শুকরা হামলা করেছিল নিজের স্ত্রীর উপর। প্রাণভয়ে প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন ছেলে ও মেয়ে ফিরলে তারপর ঘরে ফিরবেন। কিন্তু মায়ের অজান্তেই স্কুল থেকে আগে বাড়ি ফিরে আসে পঞ্চম শ্রেণির ছাত্রী সোমা। রান্নাঘরে গিয়ে খাবার জন্য ভাত নিয়ে ছিল সে। এরপরই ভাতের থালা থেকে টেনে তুলেই তাকে কোদাল দিয়ে কোপাতে থাকে বাবা শুকরা। মেয়েকে কুপিয়ে খুন করার পর ঘরে গিয়ে স্ত্রীর কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে নিজেও আত্মহত্যা করেন শুকরা।

এদিকে ঘটনাটি দেখতে পেয়ে সোমার বড় ভাই চিৎকার করে ওঠে। এরপর চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।