নিউজ ডেস্ক:
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নারীদের শারীরিক চাহিদা। বয়স বাড়ার সাথে সাথে নারীদের যৌন আকাঙ্খা কমে বলে এতদিন যে ধারনা ছিল তা ভুল বলে দাবি করেছে এই সমীক্ষা।
সমীক্ষা বলছে, বয়স বাড়ার সঙ্গে মহিলারা নিয়মিত সময় অন্তর শারীরিক চাহিদা মেটানো আকাঙ্খায় থাকেন। নিউ ইয়র্কের মার্কেটিং ফার্ম লিপ্পি টেলর ও হেলদি ওয়েমেন ডট ও আর জি-র যৌথ উদ্যোগে করা এই সমীক্ষা আরও বলছে, বয়স্ক মহিলারা আরও ‘স্পাইসি সেক্সলাইফ’-এর চাহিদা মনের মধ্যে পোষণ করেন।
প্রায় এক হাজার জন নারীর উপর এই সমীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ৫৪ শতাংশ নারীর বয়স বাড়লে যৌনতার চাহিদা বাড়ার পক্ষে রায় দিয়েছেন। যে সমস্ত নারীদের বয়স ৪৫ থেকে ৫৫ বছর, তারাই সবথেকে বেশি শারীরিক চাহিদা নিয়ে এক্সপেরিমেন্টাল হন বলেও দেখা গেছে এই সমীক্ষায়।