নিউজ ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি: নামক কারখানায় বয়লার বিস্ফোরণের অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আশেপাশের মন্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০ পোশাক কারখানা মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কারখানা এলাকার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামক কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নীচে চাপা পড়ে অন্তত নয়জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত। মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহতের স্বজন ও নিখোঁজ কয়েকজন শ্রমিকের স্বজনরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মাল্টি ফ্যাবস কারখানার ৪র্থ তলা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।