মোঃ ইকবাল হোসাইন, নাটোর প্রতিনিধি ঃ আজ সোমবার (১৫.০৫.২০১৭ইং) সকাল ৮.৩০ মিনিটে নাটোরের বড়াইগ্রাম থানার কুমরুল গ্রামের আদিবাসি পড়ায় স্থানীয় মাদক বিরোধী নির্মুল কমিট এক অভিযান চালায়। এসময় আদিবাসি পাড়ায় চোলাই মদ বানানোর অভিযোগে স্থানীয় মাদক নির্মুল কমিটি সেখানে গেলে অভিযুক্তরা সবাই পালিয়ে যায়। এ কাজের সাথে জাড়িতরা হলো, ভুতু বিশ্বাস, বেনু বিশ্বাস, সুকুমার বিশ্বাস, বাবলু বিশ্বাস, উজ্জল বিশ্বাস এছাড়াও নাম না জানা অনেকেই। এসময় মদ বানানোর বিপুল পরিমান সরাঞ্জমাদি ও প্রায় ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা নষ্ট করে দেওয়া হয়। এসময় মদক বিরোধী নির্মুল কমিটির সভাপতি জনাব আবুহেনা মোহাম্মাদ মোস্তফা কামাল, লিয়াকত আলী মোল্লা, জাহাঙ্গীর আলম, রফি প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।