বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫; আহত অর্ধ-শতাধিক

0
50
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায়  বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ৫ জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছে।
রবিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গুনাইহাটি এলাকায় এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের ড্রাইভারসহ ৫জন নিহত হয়। এবং আহতদের উদ্ধার করে উপজেলার বনপাড়াস্থ পাটোয়ারি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতের সংখা বাড়তে পারে।