বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ট্যাংক লরীর চালকের মৃত্যু

0
35

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় জ্বালানী তেলবাহী ট্যাংক লরীর চালক আমজাদ আলীর (৪০) মৃত্যু হয়েছে।
বরিবার (১৮ই জুন) সকালে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আমজান আলী কুষ্টিয়ার কাটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে তেলবাহী ট্যাংক লরীটি বনপাড়া পুলিশ হেফাজতে আছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন শাহা জানান, সকালে নাটোর থেকে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানী তেলবাহী একটি ট্যাংক লরী বড়াইগ্রামের কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌছালে লরীর পিছনের চাকায় কোন সমস্যা হয়। এ সময় চালক লরী থেকে নেমে পেছনের চাকা পরীক্ষা করছিলেন। এসময় নাটোরমুখী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লরীর চালক আমজাদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় এবং ট্যাংক লরীটি উদ্ধার করে বনপাড়ায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।