নিউজ ডেস্ক:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৪ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বার্তায় খালেদা জিয়া বলেন, শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব খ্রিষ্ট ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক মহান যিশুখৃষ্ট এ দিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সব খ্রিষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।
তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে-যুগে মহামানবেরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে। মহান যিশুখ্রিষ্টও একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন। বড়দিনের সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।