বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের উন্নয়ন ও একতাবদ্ধ রাখার লক্ষ্যে ব্রহ্মনবাড়িয়া জেলা সমিতি নতুন কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেন উপদেষ্টা অধ্যাপক মাহবুবুল কবির ও জি.এম. কিবরিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেমশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাসিব খান ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ভূইয়া।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সামসিয়া সাবরিন চৈতি, সাংগঠনিক সম্পাদক এহসান ইকবাল রুবাই ও অর্থ সম্পাদক মাঈনউদ্দিন।
সভাপতি হাসিব খান বলেন,
যে গুরুদায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে তা পরিপূর্ণ ভাবে পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। আশা করছি আমাদের হাত ধরে জেলা সমিতি আরও অনেক দূর এগিয়ে যাবে
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভূইয়া বলেন,”এই দায়িত্ব আমার কাছে একই সঙ্গে সম্মান ও চ্যালেঞ্জের। আশা করি সবাইকে নিয়ে একসাথে কাজ করে জেলা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করার মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী ও সফল করে তুলবো ইনশাল্লাহ”
সিনিয়র সহ-সভাপতি সামসিয়া সাবরিন চৈতি বলেন: ‘এটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয়। এটি শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ। এই পদ আমাকে সংগঠনের সকল সদস্যের কল্যাণে আরো নিবেদিত হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমার বিশ্বাস, সকলের সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিতে পারবো এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হবো
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি নয়ন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হোসনে আলী নীলা।