বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি-নেইমার !

নিউজ ডেস্ক:

২০১৭ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকার প্রথম পাঁচজনের নাম প্রকাশ করেছে ফ্রেঞ্চ সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। অনুমিতভাবেই বর্ষসেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

প্রথম ঘোষণায় সবচেয়ে ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই। অপেক্ষায় আছেন আরেক প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

তবে মোট ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন গেল বছরের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, আছেন লুইস সুয়ারেজ, হ্যারি কেন ও রবার্ত লেভানডোস্কি। তবে মনে করা হচ্ছে এবারও ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠবে ব্যালন ডি’অর।

নেইমার ২০১৫ সালে তৃতীয় হয়েছিলেন। আর গেল বছর হয়েছিলেন চতুর্থ। এবার কোন অবস্থানে থাকেন দেখার বিষয়।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন : নেইমার (পিএসজি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), এন’গোলো কান্তে ( চেলসি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল), ফিলিপে কুতিনহো (লিভারপুল), জান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্টেন্স (নাপোলি), কেভিন ডি ব্রুইনি (ম্যানসিটি), হ্যারি কেন (টটেনহ্যাম), রবার্ত লেভানডোস্কি (বায়ার্ন), ডেভিড ডি গিয়া (ম্যানইউ) ও এডিন জেকো (এএস রোমা)।

Similar Articles

Advertismentspot_img

Most Popular