ব্যস্ত সড়কে সন্তান প্রসবকালে এগিয়ে এলেন ভিখারি !

0
29

নিউজ ডেস্ক:

ভারতের বেঙ্গালুরুর রাস্তায় ব্যস্ত মানুষের চলাফেরা। এরই মাঝে সাহায্যের আশা নিয়ে ঘুরছিলেন কর্নাটকের সানা বাজারের বাসিন্দা ইল্লেম্মা স্মামী। কিন্তু সাহায্যে তো দূরের কথা, ঘুরে একটু তাকালেও, সামনে এগিয়ে আসেনি কেউ। শেষমেশ এগিয়ে এলেন এক ভিখারি। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। তারই সাহায্যে ফুটপাথেই সন্তান প্রসব করলেন ৩০ বছরের ইল্লেম্মা।

জানা যায়, ডাক্তার দেখাতে বেঙ্গালুরুতে এসেছিলেন ইল্লেম্মা। সঙ্গে ছিলেন তার বর। কিন্তু বাস থেকে নামতেই হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করছিলেন ইল্লেম্মা। নিজেকে সামলাতে পারেননি। যন্ত্রণা নিয়েই বসে পড়েছিলেন রাস্তায়। ইল্লেম্মার স্বামী তখন সাহায্যর জন্য রাস্তার মানুষদের অনুরোধ করেই যাচ্ছিলেন। শেষমেশ ইল্লেম্মার সাহায্যর জন্য এগিয়ে এলেন বেঙ্গালুরুর রাস্তার এক ভিখারি। ইল্লেম্মা ও তার সন্তান দু’জনই সুস্থ রয়েছেন। সূত্র : ইন্টারনেট।