রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বোরো ধান নিয়ে বিপাকে ফুলবাড়িয়ার চাষীরা !

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়া বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে চাষীরা। উপজেলার সোয়াইতপুর বিলে জলাবদ্ধতায়  সাড়ে তিন হাজার একর জমির মধ্যে তলিয়ে গেছে প্রায় অর্ধেক। ত্রিশালের মুক্ষিপুর ইউনিয়নের লালপুরে সুইচ গেইট বন্ধ করে দেয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে বোরো চাষিদের অভিযোগ।

লালপুরে একটি সুইচ গেইট সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় সোয়াইতপুর বিলের বোরো ফসল তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগের উদাসীনতার কারণে চাষীরা তলিয়ে যাওয়া ফসল নিয়ে সঠিক কোনো পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

দুলমা গ্রামের বোরো চাষী আ. আলীম শহীদ, করিম ফকির ও সৌখিন মারাক অভিযোগ করে বলেন, ২ বছর ধরে কৃষি বিভাগের কোনো কর্মকমর্তার তাদের সঙ্গে যোগাযোগ নেই।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান কবীর হোসেন জানান, জলাবদ্ধতায় সোয়াইপুর বিলের জমি তলিয়ে গেছে। লালপুরের সুইচ গেইট খুলে দিয়ে পানি ছেড়ে দেয়ার জন্য বললেও তারা আমাদের কথা শুনছে না।

সোয়াইতপুর বিলের পানি ত্রিশালের লালপুরের খাল দিয়ে প্রবাহিত হয়ে ক্ষীর নদীতে গিয়ে পড়ে। লালপুর সুইচ গেইট দিয়ে সোয়াইতপুর বিলের পানি প্রবাহের একমাত্র পথ। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আকতার বানু জানান, জলাবদ্ধতায় বোরো ফসলের ক্ষতির কথা তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি বলে জানন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular