নিউজ ডেস্ক:
সৌদি আরবে ২১ বছর বয়সী এক যুবকের পেট থেকে দীর্ঘ ১১ বছর পর একটি বৈদ্যুতিক বাল্ব বের করেছেন চিকিৎসকরা। ১ ঘন্টা ১৫ মিনিট অপারেশন চালিয়ে তার পেট থেকে এ বৈদ্যুতিক বাল্বটি বের করা হয়।
দেশটির একটি ইংরেজী সংবাদ মাধ্যম আল আরাবিয়াহ জানিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকা আল আশা’র প্রিন্স সউদ বিন জালাওয়ি হাসপাতালে সম্প্রতি জ্বর, গা বমি ভাব সহ শুরু হয় একাধিক উপসর্গ নিয়ে ভর্তি হন ওই যুবক।
পরে ডাক্তারের পরামর্শে ওই যুবকের সিটি স্ক্যান করা হয়। স্ক্যানের মাধ্যমে তাঁর পাকস্থলীতে একটি অস্বচ্ছ বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন ডাক্তাররা। আর তারপরেই অপারেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে অপারেশন করে বের করে আনা হয় সেই বাল্ব যা বিগত ১১ বছর ধরে নিজের পাকস্থলীতে বহন করছিলেন যুবক।
ওই যুবকের দাবি, ১০ বছর বয়সে খেলার ছলে গিলে ফেলেছিলেন একটি লাইট বাল্ব।
সূত্র: আল আরাবিয়াহ