বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বেলকুচিতে আসামি ছিনিয়ে নিতে স্বজনদের হামলা কিশোর গুলিবিদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের বেলকুচিতে রমজান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে স্বজনদের হামলার শিকার হয়েছে পুলিশ।

এ সময় পুলিশের পিস্তল কেড়ে নেবার চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে শুভ (১৪) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শুভ ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীকে ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তার পরিবারের লোকজন পুলিশকে ঘিরে ফেলে এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে আমার কোমর থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং আমাকে ও এক কনস্টেবলকে মারধর করে।

তাদের কাছ থেকে পিস্তল উদ্ধার করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে একটি গুলি বেরিয়ে শুভ নামে ওই ছেলেটির উরু ভেদ করে বেরিয়ে যায়। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে থানা হেফাজতে আনা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular