বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বেনাপোল সীমা‌ন্তে সাড়ে ৩লক্ষ ভারতীয় রুপিসহ আটক ১

এবিএস রনি শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট থেকে ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপিসহ শফিকুল ইসলাম সানি (৪৫) নামে একজনকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়ন্দা সদস্যরা।
শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস এলাকা থেকে রুপিসহ তা‌কে আটক করা হয়।
আটক যাত্রী শরিয়তপুরের জয়নগর সদর এলাকার আফসার ইসলামের ছেলে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে ওই যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে বের হওয়ার পথে শুল্ক গোয়েন্দা সদস্যরা তার শরীর তল্লাশি করে। এসময় তার পায়ের সঙ্গে বেধে রাখা অবস্থায় ৩ লাখ ৫৬ হাজার রুপি পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular