এবিএস রনি, শার্শা(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ২ লাখ ঊনচল্লিশ হাজার টাকা, ১৮ টি এমআই ব্রান্ডের মোবাইল ও বিভিন্ন প্রকার ভারতীয় কাপড়সহ মোবারক হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (০১ মে) রাতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোবারক হোসেন ঢাকার বাড্ডা এলাকার মোতালেব হোসেনের ছেলে।
বিজিবি জানান, বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রা ব-১৪-৭৭২৪) বিজিবির নিয়মিত তল্লাশি কেন্দ্র বেনাপোলের আমড়াখালীতে তল্লাশি কালে মোবারক হোসেনের ব্যাগে থেকে ১৮টি ভারতীয় এমআই ব্রান্ডের চার্জারসহ এমআই ১৭ এস মডেলের মোবাইল , ভারতীয় শাড়ী, থ্রিপিচ, শার্ট পিচ, পাঞ্জাবী ও থান কাপড় আটক করা হয়।
পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে নগদ ২ লাখ ঊনচল্লিশ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটক মোবারকের কাছ থেকে নগদ টাকাসহ সর্বমোট ৬,৫৭,৬০ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আটক আসামীর নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।