বেনাপোল বন্দর দিয়ে দীর্ঘ ১০ মাস পর ভারত থেকে দুই লাখ ৩১ হাজার ৮শ ৪০ পিস ডিম আমদানি করেছে একটি প্রতিষ্ঠান। সোমবার (৯ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরে এ ডিমের চালানটি খালাস নিতে দেখা যায়।
এদিকে এ ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার। এছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।
বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, বেনাপোলে ডিম পরীক্ষা করার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটে থাকায় তার ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছ।
এছাড়া সরেজমিনে গিয়ে ডিমগুলো দেখা হয়েছে বলে তিনি জানান।
বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালস দেওয়া হয়েছে।