রনি শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ভারতে পাচারের সময় পরিত্যাক্ত অবস্থায় এক লাখ বত্রিশ (১,৩২,০০০) টাকার ৫ টাকা ও ২ টাকার নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় এ টাকা উদ্ধার করা হয়। বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, বেনাপোল নোম্যান্সল্যান্ডে লেবারের কাছে ব্যাগ দেখে সন্দেহ হলে ব্যাগটি তল্লাশির জন্য ক্যাম্পে আনা হলে তার ভিতর বাংলাদেশী টাকার ১লাখ ৩২ হাজার টাকার ২ টাকা ও ৫ টাকার নোট পাওয়া যায়। এসময় টাকার মালিক বুঝতে পেরে পালিয়ে যায়। তিনি জানান , টাকাটা পাসপোর্টযাত্রীর বলে ধারনা করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীর মাধ্যমে এর আগে ও টাকা পাচার হয়েছে। উক্ত টাকার ভিতর ৫ টাকার নোট ১লাখ ২০ হাজার ও ২ টার নোট ১২ হাজার।
উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।
কি জন্য বাংলাদেশ থেকে ভারতে ২ টাকা ৫ টাকার নোট পাচার হয়ে ভারতে যাচ্ছে এরকম প্রশ্নে সুবেদার আব্দুল ওহাব কিছু বলতে পারেনি৷