এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি :
যশোরের বোনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে পাচারের সময়ে বাংলাদেশী পাঁচ লাখ টাকাসহ মশিয়ার রহমান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পুটখালী পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মশিয়ার রহমান বারপোতা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মশিয়ার পাঁচ লাখ টাকা নিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এসময়ে পুটখালী পশ্চিম পাড়া রাস্তার উপর থেকে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে পাঁচ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।