বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বেনজীর-মতিউর সম্পদের বিবরণী দাখিল না করলেই ব্যবস্থা: দুদক আইনজীবী

বেনজীরের দুর্নীতির মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানালেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, বেনজীর ও এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদ বিবরণী দাখিল না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৩ জুলাই) সকালে হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি অনুসন্ধান চলাকালীন যা যা করণীয় তাই করছে দুদক। বেনজীর, মতিউর ও তার স্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

খুরশীদ আলম বলেন, দুর্নীতির অনুসন্ধান চলা অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার বিধান রয়েছে। কিন্তু সে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে কাউকে গ্রেপ্তারের আগে সতর্কতার কথা বলা হয়েছে আপিল বিভাগের রায়ে।

দুদক স্বচ্ছ উল্লেখ করে তিনি আরও বলেন, কারও ক্ষেত্রে ‘পিক অ্যান্ড চুজ’ বলতে কিছু নেই দুদকে। কারও অভিযোগের বিষয়ে পাওয়া প্রমাণ যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য তথ্য পেলে তখন সিদ্ধান্ত নেই দুদক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular