নিউজ ডেস্ক:
ফিফার আয়োজনে আগামী বৃহস্পতিবার কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতারের আলসাদ এলাকায় অবস্থিত জাসেম বিন হামাদ স্টেডিয়ামে রাত আটটায় এই খেলা অনুষ্ঠিত হবে।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে এই প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। কাতারের পর ফিলিস্তিনে এএফসি কাপে অংশ নেবে বাংলাদেশের এই দল।
কাতার-বাংলাদেশ প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে দলকে সমর্থন ও উৎসাহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কাউন্সিলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল জানান, কাতারে আগত ৩০ জনের প্রতিনিধি দলে ২৩ জন খেলোয়াড় এবং সাতজন কর্মকর্তা রয়েছেন। ১২ জুলাই দুপুরে বাংলাদেশ থেকে কাতারের দোহায় এসে পৌঁছাবে। ১৬ জুলাই তারা কাতার ত্যাগ করবেন।
রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, এ ম্যাচের ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আন্তরিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি সব শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিদের প্রতি এই ম্যাচ উপভোগের আহ্বান জানান।