বৃহস্পতিবারের হরতালে বিএনপির সমর্থন !

0
28

নিউজ ডেস্ক:

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতালে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।

বিডি-প্রতিদিন