বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বৃদ্ধের পরিচয় মেলেনি, দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ছয়মাইলে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা বৃদ্ধের ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পরিচয় না পাওয়ায় বেসরকারি লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাঁর লাশ দাফন করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে অজ্ঞাতানাম ওই বৃদ্ধের লাশের ময়নাতদন্ত করা হয়। পরে তাঁর কোনো পরিচয় না পাওয়ায় বিকেলে অজ্ঞাতনামা লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী এস এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা এক পথচারী বৃদ্ধকে চাপা দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular