নিউজ ডেস্ক:
২০০তম ওয়ানডে ম্যাচ। ঝুলিতে আস্ত একখানি সেঞ্চুরির সঙ্গে একগুচ্ছ রেকর্ড।
কিন্তু তাও মুখে হাসি ফুটল না বিরাট কোহলির। সেটাই স্বাভাবিক। দল হারলে যে ব্যক্তিগত পারফরম্যান্সও ফিকে হয়ে যায়। তাই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েও দর্শকদের মন জয় করা হল না ভারত অধিনায়কের। রবিবার সেই ওয়াংখেড়েতেই বিরাজ করল একরাশ হতাশা।
ম্যাচে ব্যাট-বল-ফিল্ডিং সবদিকেই নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরা। দুই কিউই বোলার টিম সাউদি (৩) এবং বোল্ট (৪) মিলেই ছারখার করে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দুই ওপেনার রোহিত-ধাওয়ানের ব্যর্থতা একা হাতে অনেকটাই ঢেকে দিয়েছিলেন বিরাট। কিন্তু উল্টো দিকে সেইভাবে কাউকে না পাওয়ায় ব্যাটিং উইকেটেও ৩০০-র গণ্ডি পেরনো হল না। তার উপর রাহানে আর মনীষ পাণ্ডে ছাড়াই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া।
উইলিয়ামসনদের বিরুদ্ধে শুরুতেই ০-১-এ পিছিয়ে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি। ফলে ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে তাদের। তবে এই ফল যে সিরিজের শুরুটা থ্রিলিং করে দিল তা বলাই বাহুল্য।