এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ বৃহত্তর দিনাজপুরে সমাপনি পরিক্ষায় ১১৯জন এ প্লাস পেয়ে প্রথম স্থান অধিকার অর্জনকারী বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বিনামূল্যের নতুন বই তুলে দেন ছাত্র/ছাত্রীদের হাতে।
ইংরেজি ২০১৯ বছরের প্রথম দিন দেশৃজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন উপলক্ষে ১ জানুয়ারি মঙ্গলবার মকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কামলমতি ছাত্র/ছাত্রীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন।
সহকারী শিক্ষক মিনতি রায় ও রুবেল ইসলামের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার খুরশিদা বেগম, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র রায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান বাবুল, বীরগঞ্জ পৌর কাউন্সিলর মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়) জেলায় সমাপনি পরিক্ষায় ১১৯জন এ প্লাস পেয়ে বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার অর্জন করায় ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের অভিনন্দন জানায়।
উল্লেক্ষ, এবার প্রাথমিক বিদ্যালয়ে ১ম হতে ৫ম শ্রেনী পযন্ত ২লক্ষ২৭হাজার জন, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর পযন্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২৫.৯০০জন ও মাদ্রাসার ১ম থেকে ৯ম শ্রেনীর ৯.১৭০জন ছাত্র/ছাত্রী বিনামূল্যের নতুন বই পাচ্ছেন।