এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রী কলেজের ৭ পরীক্ষার্থীকে বহনকারী পাগলুর সাথে ট্রলির সংঘর্ষে সড়ক দুর্ঘনায় গুরতর আহত হয়েছে।
খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রী কলেজে বৃহস্পতিবার দুপুর ১ টায় পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে বীরগঞ্জ ডিগ্রী কলেজের ৭ পরীক্ষার্থীকে বহনকারী পাগলুর সাথে ট্রলির সংঘর্ষে সড়ক দুর্ঘনায় আহত হয়েছে। এলাকাবাসী আহতদের দ্রুত পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬েক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এদের মধ্যে ৪ পরীক্ষার্থী শংকর (২২), পারভীন (২০), কৈলাশ (২১), গায়ত্রী (২০) গুরতর আহত হয়।
পাকেরহাট স্বাস্থ্য কমপে¬ক্সে হাসপাতালের আরএমও হারুন অর রশিদ জানায়, ৪ পরীক্ষার্থীর আঘাত বেশ গুরুতর তবে পারভীনের বাঁ পায়ের উরতে আর শংকরের ডান পায়ের উরতে রড ঢুকেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খায়রুল ইসলাম চৌধূরী জানায়, আহত ৭ পরীক্ষার্থী পাকেরহাট ডিগ্রী কলেজ ভেনু থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক আব্দুর রাজ্জাক জানায়, পরীক্ষা শেষে ৭ পরীক্ষার্থীকে বহনকারী পাগলু সহজপুর ছাপ্পার মোড়ে পৌচালে বিপরিদ দিকে থেকে আসা ভুট্টার গাছ বহনকারী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়।
আহতরা বীরগঞ্জ উপজেলার সুজালপুর, বোয়ালমারী, দামাইক্ষেত্র ও কুমোরপুর গ্রামের বাসিন্দা এবং ডিগ্রী কলেজের ১ম বর্ষের পরীক্ষার্থী।