বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বীরগঞ্জে ৯০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলমগীর গ্রেফতার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জে ৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই (কারিতাস কার্যালয় সংলগ্ন) কোমরপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেনকে রবিবার রাত ১১টায় পৌর শহরের থানা মার্কেট এলাকায় গ্রেফতার করা হয় ।
গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই প্রভাত চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই তাজিরুল, মামুনুর রশিদ, আশরাফুল আলম ও আব্দুল জলিল প্রধানসহ একদল পুলিশ পৌর শহরের থানা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৯০পিচ ইয়াবা সহ উপজেলার সুজালপুর ইউনিয়নের (কারিতাস কার্যালয় সংলগ্ন) কোমরপুর গ্রামের সাবেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোহছেউল গণি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইয়াবার আনুমানিক মুল্য ৩৬ হাজার টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular