এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ওয়ারলেস সেট এবং বিভিন্ন পত্রিকার পরিচয় পত্র সহ ভূয়া সাংবাদিককে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ মামুনুর রশীদ মামুন জানান, বুধবার গভীর রাতে উপজেলার প্রত্যন্ত এলাকা শিবরামপুর ইউনিয়নের মুরারীপুরে আসামী ধরার অভিযান চালাতে গেলে মোঃ আদনান ফেরদৌস (২৭) নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। তার কথা বার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ হতে একটি ওয়ারলেস সেট এবং একটি পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়। মোঃ আদনান ফেরদৌস (২৭) পলাশবাড়ী ইউনিয়নের বাগানবাড়ী এলাকার জয়নাল আবেদীনের পুত্র।
বীরগঞ্জ থানার এসআই মোঃ দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মোঃ আদনান ফেরদৌসকে নিয়ে নানামুখী সন্দেহের সৃষ্টি হয়েছে। সে এলাকায় নিজেকে কখনও দুদক কর্মকর্তা এবং কখন র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়েছে বলে এলাকার অনেকে নিশ্চিত করেছেন। তার কাছ থেকে একটি ওয়ারলেসসেট এবং কয়েকটি পত্রিকার পরিচয় পত্রসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সে কোন অপতৎপর সাথে জড়িত আছে কি না এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।