দিনাজপুরের বীরগঞ্জে বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে সম্মানার স্মারক তুলে দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৮টি প্রদর্শনীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ষ্টলকে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া মেলা শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে এর আয়োজন করে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির। বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, মাহানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকারসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে স¦াগত বক্তব্য দেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম কর্মকর্তা সাইফুল ইসলাম।
অতিথিরা বক্তব্যে বলেন, স্কুলের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানবিষয়ক যে জ্ঞানের প্রদর্শন করেছে, তা দেখে সবাই আনন্দিত। তারা চান বীরগঞ্জের প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হোক। এতে স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারবে। এতে পরবর্তীতে তাদের কর্মজীবন এবং দেশের জন্য কাজে লাগাতে পারে। এজন্য সবাই মিলে প্রত্যেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রতি উৎসাহিত করতে হবে।