এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক বিক্রেতা ও ১ পলাতক আসামীকে আটক করেছে।
বীরগঞ্জ থানার ডিএসবি কং গোলাম মোস্তফার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম, এএসআই আঃ জলিল প্রধান, এএসআই জাহিদ, এএসআই অনুকুল সহ পুলিশের একটি টিম বীরগঞ্জ পৌর শহরের স্লুইচ গেট এলাকা হতে শনিবার সন্ধ্যায় ২ মাদক বিক্রেতাকে আটক করে।
আটককৃত মাদক বিক্রেতা হচ্ছে পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র খদের আলী (৬৫) ও একই ইউনিয়নের কাজল গ্রামের রহিদুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৩০)।
অপর দিকে পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত তফু উদ্দিনের পুত্র কুখ্যাত গরু চোর রশিদুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করে।
এব্যপারে অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মেদ জানায়, কুখ্যাত গরু চোর রশিদুল ইসলাম দীঘদিন ধরে পলাতক ছিলো এবং মাদক বিক্রেতা খদের আলী ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।