এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে নকল কীটনাশক তৈরীর কারখানার সন্ধান, মালিকের কাছ থেকে ২’লক্ষ টাকা জরিমানা আদায় করে সরকারী কষাগারে জমা করেছে ভ্রামমান আদালত।
বীরগঞ্জে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের ধারে নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামের মৃত নুরুল হকে ছেলে শহিদুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ডলো চুন দ্বারা থিওভিটসহ বিভিন্ন নামীয় নকল কীট নাশক তৈরীর কারখানার সন্ধান পায়। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে বাড়ীর মালিক গোপন দরজা দিয়ে পালিয়ে আতœগোপন করলে ভ্রাম্যমান আদালত বাড়ীতে তল্লাশী চালিয়ে বেশ কিছু নকল কীট নাশক ও নকল কীট নাশক তৈরীর মালামাল জব্দ করে। বাড়ী মালিক শহিদুল ইসলামের অনুপস্থিতিতে তার শশুর দেবীপুর গ্রামের আব্দুর রৌফ আমিন(৭০) ও স্ত্রী মুসরিন খাতুন (৩২) কে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমান আদালত ২’লক্ষ টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে ২বছরের কারাদন্ডের রায় ঘোষনা করলে তারা জরিমানার টাকা পরিশোধ করে থানা হতে মুক্ত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, এসআই প্রভাত চন্দ্র রায়ের নেতৃত্বে মহিলাসহ পুলিশের একটি চৌকশ দল, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু, এসিআই কোম্পানির প্রতিনিধি সঞ্জয় কুমার, আফজালুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বাড়ীর মালিক পলাতক শহিদুল ইসলাম মুঠোফোনে জানায়, বীরগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের পুত্র আলমগীর তার রুম ভাড়া নিয়ে দির্ঘদিন ধরে এ ব্যবস্যা করে আসছিলো।