এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে জোরপূর্বক তুলে নিয়ে রাতভোর ধর্ষনের অভিযোগে আটক ২ যুবক।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা হাট এলাকার সাকিল এর কন্যা নাসরিন খাতুন নাজনিন (১৪) কে জোর পুর্বক তুলে নিয়ে ধর্ষনের অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের ইউনুস আলীর পুত্র আল আমিন, ঘোড়াবান্দ গ্রামের টুনু মিয়ার পুত্র মোবাইদুল ইসলামকে আটক করে ২১ জুলাই থানায় সোপর্দ্দ করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে সরজমিনে গেলে জানাজায়, ২০ জুলাই রাতে দিনাজপুর হতে নাজনিন ও পিতা শাকিল বাড়ী ফিরার পথে কুড়িটাকিয়া ভাকুড়ার মোরে পৌচালে শাকিলের কাজ থেকে আলামিন জোরপূর্বক নাজনিনকে মোটর সাইকেলে তুলেনিয়ে পালিয়ে যায়। সকালে স্থানী গ্রাম পুলিশ সামছুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নাজনিনের বাড়ির পাশ^বর্তী একটি লিচু বাগান হতে তাকে উদ্ধার করে এবং আলামিন ও মোবাইদুলকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে যায়।
এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আব্দুল গনি জানায়, নাসরিন খাতুন নাজনিন এর পিতা সাকিল বাদী হয়ে আটককৃত ২ যুবক সহ ৩ জনকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। যার নং- ৩১। তারিখ ২১/০৭/১৭ ইং।