বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

0
28

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও বাইসাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নিহত হয়েছে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের বীরগঞ্জের মোড় নামক স্থানের ঠাকুরগাঁও-ঝাড়বাড়ী সড়কের শাপলা স্কুলের সামনে রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে ১টি ট্রাকের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাইসাইকেল চালক নিহত হয়। নিহত সাইকেল চালক বৈরবাড়ী গ্রামের হরেন্দ্র নাথের পুত্র দিনোবন্ধু (২৫)। এসময় এলাকাবাসী ধাওয়া করে গড়েয়া পেট্রোল পাম্পের সামনে ঘাতক ট্রাকটিকে আটক করলে চালক ও হেলপার পালিয়ে যায়।
পলাশবাড়ী ইউনিয়ের চেয়ারম্যান জুয়েলুর রহমান জানায়, ট্রাকটির মালিক ঠাকুরগাঁও শহরের আব্দুর রহমান, ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ট-২০-৩৭৭২।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই দুলাল ঘটনাস্থলে পৌচায়।