এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ এলাকায় প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে জামানের নেতৃত্বে চলছে জমজমাট জুয়ার আসর।
বীরগঞ্জ উপজেলা মরিচা ও নিজপাড়া ইউনিয়নের অংশে সুনামধন্য গোলাপগঞ্জ হাট এলাকায় রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। তারই আসে পাশের বাঁশ ঝাড় জঙ্গল গুলিতে দির্ঘদিন ধরে জুয়ার আসর চলার সংবাদের ভিত্তিতে প্রশাসনের ধড়-পাকড় ও চাপের মুখে জুয়ারুরা কিছুটা ভয়ে ভয়ে থাকলেও বর্তমানে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মহনপুর ইউনিয়নের চিলাকুড়া গ্রামের মৃত- আফজাল হোসেনের পুত্র জামান (২২) প্রতিদিন জমজমাট জুয়ার আসর চালিয়ে জাচ্ছে।
এব্যপারে সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে ১ জুয়ারুর সহযোগী হিসাবে জামানের আবির্ভাব ঘটে, পরে সে এলাকায় মেয়েদের নিয়ে এসেও উঠতি যুবকদের সরবরাহের কাজ শুরু করে। ঐ জুয়ারু প্রশাসনের চাপের মুখে সরে দাড়াঁলে প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে জামান জমজমাট ভাবে জুয়ার আসর চালিয়ে জাচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি তদন্ত জানায়, মাদক ও জুয়ার সাথে কোন আপোশ নেই। জুয়ারুরা দ্রæত স্থান পাল্টানোর ফলে তাদের ধরতে অনেক সময় সমস্যা হলেও সঠিক সময়ে সঠিক স্থানের সন্ধান পেলে জুয়ারুদের রক্ষা নেই। এছাড়াও প্রশাষন প্রতিনিয়তো তাদের ধরে আদালতে প্রেরন করছে।