এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ১ গৃহবধুকে গলাটিপে হত্যা করে ঘাতক স্বামী মাহাবুবর রহমান পালিয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার উত্তর বিজয়পুর হাজিপাড়া গ্রামের মৃতঃ কারী মোস্তফা কামালের বাড়িতে ভাড়াঠিয়া রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কচুয়া গ্রামের সাইফুল ইসলামের পূত্র ও নীলসাগর এগ্রো কোম্পানীর কর্মচারী মাহাবুবর রহমান সুমন এর স্ত্রী জোসনা আক্তার ওরফে রিয়ামনি (১৮) মৃতদেহ ২১ জুন বুধবার সকাল ১১ টায় প্রতিবেশী ভারাটিয়ারা ঘর থেকে উদ্ধার করে থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে বিকালে ঘটনাস্থলে পৌচালে বাড়ির মালিক কারী মোস্তফা কামালের পূত্র মাহমুদুল হাসান জানায়, সুমন ৩/৪ মাস পূর্বে বাড়িটির ১টি রুম ভাড়া নিয়ে বসবাস করছিল। হঠাৎ করে ১২টার দিকে দূরঘটনার সংবাদটি পেয়ে আমি বাড়িতে পৌচামাত্র সুমন পালিয়ে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্না ও ইউপি সদস্য কে ঘটনাটি যানাই।
এসময় রিয়ামনি গলায় উর্ণা পেচিয়ে আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়লেও তার গলায় আঙ্গুলের দাগ দেখা যায়।
এব্যাপারে রিয়ামনি-র মামা শহিদুর রহমান মোবাইল ফোনে যানায়, রিয়ামনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর গ্রামের উসমান আলী মন্ডলের কন্যা ৪ মাস পূর্বে রিয়ামনি এসএসসি পরীক্ষার পরেই সম্পর্কের মাধ্যমে সুমন রিয়ামনিকে বিয়ে করে এই এলাকায় নিয়ে আসে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আকাকাস জানায়, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।