এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে খড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড়ের বাসিন্দা মৃত আঃ কাদেরের ছেলে আইযুব আলীর অভিযোগে জানা যায়, তার বাড়ী সংলগ্ন উত্তর পাশের খড়ির ঘরে পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার রঙ্গলালের পূত্র বীরগেন (৫০), আয়েশ মিস্ত্রির ছেলে মোঃ আলীম (৪০), কোমরপুরের বাসেন্দা পিতা অজ্ঞাত, জামাল (৩৫) সহ অপরিচিত আরও ১জন, গত ৬ এপ্রিল’২০১৮ দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় আগুন লাগিয়ে দিলে খড়ের ঘরটি পুড়ে ভস্মিভুত হয়, এতে তার ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
অগুনের লেলিহান শিখা ছগিয়ে পড়লে গোটা এলাকা আলোকিত হয়। বাড়ী মালিক ও প্রত্যক্ষদর্শী মাহফুজা বেগম, জংগলু ও রবিউল সহ ঘটনাস্থলে এলে অগ্নি সংযোগকারীরা পালিয়ে যাওয়ার সময় তাহাদেরকে চিনতে পারে। অভিযোগকারী আরও জানান, জেলা শহর দিনাজপুরের বাসিন্দা ঈশ্বর চন্দ্র গুপ্তা’র সাথে তার এবং তার প্রতিবেশী বিপ্লব রায় মাঘু’র সাথে জমি সংক্রান্ত মামলা চলমান আছে, ফলে পরিকল্পিতভাবে বিবাদীরা ঈশ্বরের নির্দেশেই অগ্নিসংযোগ করেছে।
ঘটনার পর পরেই ঐ ৪ জনের বিরুদ্ধে আইযুব আলী থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরকে পাওয়া যায় নি।
বীরগঞ্জ থানার এস আই নরেন্দ্র নাথ অগ্নি সংযোগের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত চলছে, তবে কে অগ্নি সংযোগ করেছে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।