বীরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ২৮ মে মঙ্গলবার সকাল ১১ টা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহীর সভাপতিত্বে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএও) এর আয়োজনে অহিংসা প্রকল্প, মানব কল্যাণ পরিষদ এর সহযোগিতায় ১৬৭ জনকে শিক্ষাবৃত্তির চেক ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: আবু হুসাইন বিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরিয়ার সাইদ সরকার প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তির প্রাইমারি ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মাধ্যমিক ৪৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৭০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ০৯ হাজার টাকার বৃত্তির চেক ও ১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৮টি বাইসাইকেল বিতরণ করেন।
সম্প্রতি মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে বাঙ্গালি, আদিবাসী ও অন্যন্য সকল জাতিসত্তা জীবনধারা, মৌলিক অধিকার, মানবধিকার, ভাষা ও সংষ্কৃতি সর্ম্পকে আলোচনা কালে বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডী, বীরগঞ্জ মানব কল্যাণ পরিষদের পরিচালক রবিউল আজম উপস্থিত ছিলেন।
বীরগঞ্জে সাপের দংশনে গৃহবধুর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে বিষধর সাপের দংশনে ৫ সন্তানের জননী গৃহবধু আলেয়া বেগম (৫৫) মৃত্যু হয়েছে।
আলেয়া বেগম উপজেলার সাতোর ইউনিয়নের রাজবাড়ী গ্রামের আমির হোসেনের স্ত্রী।
মৃত আলেয়া বেগমের ভাগিনা আব্দুল আলিম ২৮ মে জানান, তার খালা আলেয়া বেগম সোমবার সকাল ১১টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী নর্ত নদীর ধারে মরিচ খেত দেখতে গেলে একটি বিষধর সাপ আলেয়া বেগম কে দংশন করে। আহত নারীর চিৎকারে তার স্বামী ছুটে এসে দেখতে পায় আলেয়া বেগমের পায়ে একটি বিষধর গোখরো সাপ কামড় দিয়েছে।
আত্মীয় স্বজনরা তাকে তাৎক্ষনিক বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আলেয়া বেগম রাস্তায় মারা গেছে।
সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা বিষধর গোখরো সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।