এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে এমপি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ে রোববার সন্ধ্যা ৮ টায় সুজালপুর বিষ্ণ ুমন্দির প্রাঙ্গনে মন্দির সেবায়েত বাবু নিত্যানন্দ সাহার আয়োজনে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের দ্রুত সুস্থ্যতা কামনা করে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় গত ২৬ মে গাইবান্ধা যাওয়ার পথে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ মনোরঞ্জন শীল গোপাল মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থ্যতা কামনা করে বিষ্ণু মন্দিরে বিশেষ পূজার্চনা, গীতা পাঠ ও হরিনার্ম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৮ টা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত বীরগঞ্জ-কাহারোলের মাটি ও মানুষের নেতা জনগনের আশা-আকাঙ্খার নিবেদিত প্রান জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের সুস্থ্যতা কামনা করে বিষ্ণু মন্দিরে পূজার্চনা গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত নিধু চক্রবর্তী। প্রার্থনা সভায় মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি বাবু গিরিজানাথ দাস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু কালীপদ রায়, মহানাম যজ্ঞানুষ্ঠানের অর্থসম্পাদক বাবু বিমল চন্দ্র দাস, বাবু সীতানাথ দাস জয়নন্দ কলেজের প্রভাষক বাবু নীল রতন সাহা নিপু সহ শতাধিক শুভাকাঙ্খী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও গত শনিবার সন্ধ্যায় দুলাল চন্দ্র সাহার বাড়ীতে এবং রতন ঘোষ পিযূষ-এর বাড়ীতে বাবা লোকনাথ এর পুজো অনুষ্ঠান শেষে এমপি মনোরঞ্জন শীল গোপালের সুস্থ্যতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।