বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির সভা

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের আমন্ত্রণে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদুল ফিতর উপলল্যে বীরগঞ্জ পৌরশহর সহ আশপাশের এলাকাগুলোতে মাইকিং, লিফলেট সহ সকল ইউপি চেয়ারম্যান মেম্বার ও চৌকিদারদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বীরগঞ্জ পৌরশহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে বিপনি বিতান গুলোতে নিরাপত্তা বিধানের লক্ষ্যে পুলিশের পাশাপাশি ইউপি চৌকিদার এবং সিকিউরিটির দায়িত্বরত দের সহযোগিতা সম্পর্কে আলোচনা করা হয়। এবারে উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়নে দেড়শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ওসি আবু আক্কাছ আহ্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈনদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মতিউর রহমান, পৌর কমিশনার আব্দুল্লা আল হাবিব (মামুন), উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, উপজেলা পপ কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular