বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ৫৬০টি পরিবারে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
বীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে রবিবার বিকেলে (বাদ আছর) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা সহ-সভাপতি মাওঃ আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র হাতে তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সভাপতি/সাধারন সম্পাদক যথাক্রমে হযরত আলী (পৌরসভা), নুরুল হক (মোহাম্মদপুর-ইউপি), দেলোয়ার হোসেন (ভোগনগর-ইউপি) আব্দুল হাই (সাতোর-ইউপি) জোবাইদুল ইসলাম (পাল্টপুর-ইউপি), হাসান আলী (সুজালপুর-ইউপি) হাবিবুর রহমান (নিজপাড়া-ইউপি), হাফেজ আমজাদ হোসেন (পলাশবাড়ী-ইউপি), মজিনুর রহমান (শতগ্রাম-ইউপি), মাহামুদুল ইসলাম (শিবরামপুর-ইউপি), ফারুক হোসেন (মোহনপুর-ইউপি)।
উল্লেখ্য, ইউনিয়ন প্রতিনিধিগত নিজনিজ এলাকায় তালিকা ভুক্ত দুঃস্থ শীতার্থ পরিবারে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular