এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে আর্ন্তিজাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মাদক বিরোধী বর্নাঢ্য র্যালী ২৬ জুন মঙ্গলবার সকাল ১১টায় বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও প্রেসক্লাব চত্বর প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র্যালী শেষে ইউএনও অফিসের সামনে বটগাছের নীচে নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।
এসময় অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন আহাম্মদ, বীরগঞ্জ ডিগ্রী কলেজর অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী প্রমুখ।
র্যালীতে বীরগঞ্জ ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কবি নজরুল উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, ব্র্যাক, সিডিএ, ওয়ালর্ড ভিশন, দীপশিখা, বেইস মিতালীসহ বিভিন্ন এনজিওর ছাত্রছাত্রী ও কর্মচারিরা অংশ গ্রহন করে।