বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিয়ে করেছেন অ্যাডেল !

নিউজ ডেস্ক:

প্রথম প্রেমে পড়ার অনুভূতি সত্যিই অসাধারণ। জনপ্রিয় ব্রিটিশ গায়িকা অ্যাডেলও এ অনুভূতির প্রতি আসক্ত ছিলেন এতদিন। কিন্তু এখন তার এ অনুভূতি পাল্টে ফেলার সময় এসেছে। কারণ ব্রিটেনের এ পপগায়িকা এখন বিবাহিত।

সপ্তাহখানেক আগেও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন অ্যাডেল। পাত্র দীর্ঘ সময়ের সঙ্গী সিমন কোনেকি। কিন্তু ঠিক কবে কোথায় বিয়ে করেছেন তা অ্যাডেল জানাননি।

রবিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি কনসার্টে ‘সামওয়ান লাইক ইউ’ গানটির মাহাত্ম্য বর্ণনা করছিলেন অ্যাডেলে। সেখানেই ২৯ বছর বয়সী এ গায়িকা নিজের বিয়ের কথা জানান।

সিমন কোনেকির সঙ্গে অ্যাডেলের চার বছরের একটি ছেলে রয়েছে। গত মাসে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডে পাঁচটি পুরস্কার জিতেছিলেন অ্যাডেল। সেজন্য স্বামী সিমনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular