বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিয়ে করছেন ‘গেম অব থ্রোনস’র জন স্নো !

নিউজ ডেস্ক:

বিয়ে করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোনস’র মূল চরিত্র জন স্নো’র রূপদানকারী কিট হ্যারিংটন। পাত্রী ‘গেম অব থ্রোনস’-এ কিটের সহশিল্পী রোস লিসলি।

২০১১ থেকে আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ অভিনয় করছেন কিট হ্যারিংটন। ২০১২ সালে সিরিজটির শ্যুটিং সেটে রোজ লিসলির সঙ্গে তার দেখা হয়।

শোতে কাজ করতে গিয়েই রোজের প্রেমে পড়েছেন বলে জানিয়েছেন কিট হ্যারিংটন। গত বছর প্রথমবারের মতো তাদের সম্পর্কের কথা প্রকাশ হয়। পরে এ বিষয়ে কিট হ্যারিংটন বলেন, কাউকে যদি আপনার ভালো লাগে আর পর্দায় তার সঙ্গেই প্রেমিকের অভিনয় করতে হয় তবে প্রেমে পড়াটা খুব স্বাভাবিক।

কিট হ্যারিংটন-রোজ লিসলির বিয়ের তারিখ এখনো প্রকাশ করা হয়নি। তবে পর্দার এ জুটির যে বাগদান হয়ে গেছে সেটি নিশ্চিত। তারা নিজেরাই আনুষ্ঠানিকভাবে খবরটি সংবাদপত্র টাইমসকে জানিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular