বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিয়ের পর স্বামীর সঙ্গে চমকে দেওয়া ছবি পোস্ট করলেন রিয়া সেন !

নিউজ ডেস্ক:

সদ্য বিবাহিতা রিয়া সেন কাজের চাপে নাকি হানিমুনেরই সময় পাচ্ছিলেন না। তবে শেষমেশ শরতেই বসন্তের হাওয়া বইয়ে দিলেন অভিনেত্রী।

স্বামী শিবম তিওয়ারির সঙ্গে ধরা দিলেন গাঢ় চুম্বনে। সে ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে উত্তেজনার পারদও চড়িয়ে দিলেন অভিনেত্রী।

হঠাৎ করেই যেন বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। শিবমের সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য গোপন করেননি। তবে বিয়ের কথা ঘোষণা করেন হুট করেই। বিয়ের কার্ডেও ছিল চমক। নাতনির বিয়ের নেমন্তন্ন করেছিলেন খোদ সুচিত্রা সেন। হ্যাঁ ইহলোকে তিনি নেই ঠিকই। কিন্তু সুরলোক থেকেই যেন আশীর্বাদ করেছিলেন আদরের নাতনিকে। আর ভুবনমোহিনী হাসিতে আশীর্বাদ করতে আহ্বান করেছিলেন সকলকে। কার্ডে ছিল তাঁর ছবি। তার পরেও পুণেতে হঠাৎ করেই বসে বিয়ের আসর। রিয়ার দিদি রাইমা বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন। এদিকে হুট করে বিয়ে হওয়ায় ছড়ায় নানা জল্পনা। অনেকে বলতে থাকেন, গর্ভবতী হয়ে পড়ার কারণেই নাকি বিয়ে করে নিয়েছেন রিয়া। এ নিয়ে পরে তাঁকে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করেননি অভিনেত্রী। বরং জানিয়েছিলেন, এরকম জল্পনা যে উঠবে তা তিনি আগেই আঁচ করেছিলেন। ফলে আশ্চর্য হননি। তবে এসব জল্পনায় যে তাঁদের সম্পর্কের বাঁধনে কোন প্রভাব ফেলেনি এই ছবিই যেন তা প্রমাণ করে দিল। সদ্য বিবাহিত কোন দম্পতিকে ভালবাসার যে পরশ, যে উষ্ণতা ঘিরে থাকতে পারে, এ ছবি যেন তারই প্রমাণ দিল।

আপাতত একতা কাপুরের রাগিনী এমএমএস-এর পরের পর্বে কাজ করছেন তিনি। ওই ওয়েব সিরিজেই বেশ কিছুদিন পর দেখা যাবে তাকে। তবে এর আগে নেটদুনিয়াতেই মুক্তি পেয়েছিল তার ‘লোনলি গার্ল’। তবে রিয়া যে কোনমতেই ‘লোনলি’ নয়, তা তো স্পষ্ট। বরং তিনি যে শিবমের ‘ওনলি গার্ল’ এ ছবিই যেন তাই বলে দিল।

সূত্র: সংবাদ প্রতিদিন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular