বিষাক্ত মাকড়সা শিকার করতে গিয়ে যা ঘটলো, ভাইরাল ভিডিও !

0
29

নিউজ ডেস্ক:

আচমকা বাথরুমের ছাদে বড়সড় রোমশ মাকড়সা দেখে ঘাবড়েই গিয়েছিলেন। তাই বাটি নিয়ে সোজা ধরতে যান মাকড়সাটিকে। কিন্তু, বাটি নামিয়ে দেখেন মাকড়সা নেই! এরপরই যা দেখা গেল তা আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি মাকড়সা ধরার চেষ্টা করছেন এক ব্যক্তি। বাটি ব্যবহার করে মাকড়সাটি ধরেও ফেলেন তিনি। কিন্তু বাটি নামিয়ে দেখলেন সেখানে মাকড়সাটি নেই। পরেই অনুভব করলেন তার মাথায় কিছু একটা নড়াচড়া করছে। বুঝতে পারলেন বিষাক্ত মাকড়সাটি তার চোখ ও গতি ফাঁকি দিয়ে তারই গায়ে অবস্থান করছে।

video:

ঘটনা এটুকুই। কিন্তু এই ভিডিওটিই ভাইরাল হয়ে গেছে। যদিও অনেকে ভিডিওটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন।