বিষধর সাপটি গিলে ফেলল আস্ত একটা সাপ! (ভিডিও)

0
34

নিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে ঘটল ঘটনাটি। তীব্র বিষধর একটি গোখরা গিলে ফেলেছিল আস্ত একটা সাপ।

পরে প্রাণে বাঁচতে সাপটি কী চেষ্টাই না করতে ছিল। এক কৃষকের নজরে পড়ে এ ঘটনাটি।

তিনি গোখরোটিকে সাহায্য করতে এগিয়ে যান। ভেতরে থাকা সাপটিকে যাতে উগরে ফেলতে পারে। তিনি দ্বিতীয় সাপটির লেজ ধরে সেটির শরীরে লাঠি দিয়ে চাপ দিতে থাকেন। বেরিয়ে আসে গোখরা সাপটি।