বিশ্ব স্বৈরশাসকদের মধ্যে জঘন্যতম ছিলেন শেখ হাসিনা: নবীউল্লাহ নবী

0
5

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঘুম-খুন নির্যাতন বিশ্বের সকল স্বৈরশাসককে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী। তিনি বলেন, বিশ্বের সকল স্বৈরশাসকের মধ্যে শেখ হাসিনা ছিলেন জঘন্যতম জুলুমবাজ। কেউ তার জুলুম-অত্যাচারের প্রতিবাদ করলেই তাকে গুম করে আয়নাঘরে বন্দী করে রাখা হতো।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরায় ডিএসসিসির ডগাইর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকা-৫ আসন এলাকায় সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী স্বৈরশাসনের পতন হয়েছে। সমাজে আর কোনোদিন তাদের জুলুম-অত্যাচার সংগঠিত হওয়ার সুযোগ নেই।’

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

৬৬ নম্বর ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম মোল্লা ও ডেমরা যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্র-যুবকদের মনোনীত ব্যক্তিত্ব ফেরদৌস হোসেন রনি সরকারসহ অনেকে।