মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ বিশ্ব মা দিবস উপলক্ষে কথামালা ও গান পরিবেশন করেছে মেহেরপুর সাহিত্য পরিষদ। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুল আহেম্মদ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি মোমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কথামালা ও গান পরিবেশন করেন নাদিম মাস্তান, সুমন রেজা, কে.কে হাসানসহ স্থানীয় শিল্পীরা।