সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ আজ সোমবার সিরাজগঞ্জের চান্দাইকোনায় পরিবেশ সুরক্ষার দাবীতে মানব বন্ধন ও পথসভা কর্মসূচী পালন করা হয়েছে। জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছায় নিয়োজিত সংগঠন স্বাধীন জীবন-এর উদ্দোগ্যে সকাল ১০টা ২০ মিনিটে চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে উক্ত কর্মসূচীতে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, চাকুরীজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নদী মাতৃক বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর সহ সকল প্রকার প্রাকৃতিক জলাশয়ের অবৈধ দখল, ভরাট ও দূষণ বন্ধ, পাহাড় কাটা বন্ধ, বন-বাদাড়, বনারন্য উজার বন্ধ, আইন ও পরিবেশ বিরুদ্ধে অবৈধ চাতাল, ইট ভাটা, ছ-মিল শিল্প কারখানা বন্ধ, জীববৈচিত্র বন্যপ্রাণী নিধন বন্ধসহ সকল প্রকার প্রাকৃতিক পরিবেশ দূষণ বন্ধ করে সার্বিক ভাবে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার দাবীতে পথ সভায় বক্তব্য রাখেন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আয়নুল হক, সলঙ্গা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম লুলু, সংগঠনের সহ-সভাপতি মোঃ হাসান-উল-বান্না (সেতু), ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রী কলেজের লাইব্রীয়ান মোঃ সাইফুল ইসলাম, সীমাবাড়ী ইউনিয়ন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কাজী আলমগীর হোসাইন প্রমুখ। মানব বন্ধনে সকল প্রকার নেশা মুক্ত পরিবেশ চাই, সুস্থ ভাবে বাঁচতে চাই, পরিবেশ দিবসে শপথ আজ, পরিবেশ রক্ষায় করবো কাজ, জীবনের জন্য গাছ, গাছ লাগান পরিবেশ বাঁচান, দূষণ মুক্ত পরিবেশে মুক্ত ভাবে বাঁচতে চাই, আধুনিকায়নের নামে সকল প্রকার পরিবেশ বিরুদ্ধে কাজ বন্ধ করতে হবে এরূপ বিভিন্ন শ্লোগান লেখা শত শত পোষ্টার প্রদর্শন করা হয়।