বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিশ্ব নেতাদের নিজের ফোন নম্বর দিলেন ট্রাম্প !

নিউজ ডেস্ক:

কূটনৈতিক প্রোটকলের বেড়াজাল পেরিয়ে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা এবং ফ্রান্সের নেতাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন তার নিজস্ব ফোন নম্বর দিয়ে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যেকোন রকম প্রয়োজনে তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে, আচমকা এই ধরণের একটি আহ্বানে মার্কিন কমান্ডোদের নিরাপত্তা এবং গোপনীয়তাও প্রশ্নের মুখে পড়ছে।

সূত্রের খবর, কানাডা এবং মেক্সিকোর নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি। তবে, কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো একমাত্র এই সুবিধাভোগ করতে পারেন বলে মনে করছেন ট্রাম্পের অফিসিয়াল কর্মকর্তারা। এমনকি ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকেও নম্বর দিয়েছেন। কিন্তু তিনি আদৌ তিনি এই সুবিধাটি নেবেন কি না সেই বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ ফ্রান্সের কর্মকর্তারা।

তবে, এই বিষয়ে কথোপকথনটি সম্পূর্ণ গোপন রাখার জন্য কোনও সরকারি কর্মকর্তাই তাদের নাম প্রকাশ করেনি। হোয়াইট হাউস কিংবা ট্রুডোর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও কিছু বলা হয়নি।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular