বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলবেন তামিম!

নিউজ ডেস্ক:

নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কম চেষ্টা করেনি পাকিস্তান। অবশেষে তারা আইসিসিকে রাজী করাতে সক্ষম হয়েছে।

আগামী সেপ্টেম্বরে বিশ্ব একাদশের একটি দল পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে। বিশ্ব একাদশের সেই দলের হয়ে ওপেন করবেন তামিম ইকবাল।

জানা গেছে, তামিমের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান জাইলস ক্লার্ক অনুরোধ করেছেন। জাইলস ক্লার্ক আইসিসির সদর দফতর থেকে পাকিস্তান ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ক্লার্কের অনুরোধে সাড়া দিয়ে বিসিবি সভাপতি তামিমকে খেলতে দিতে রাজি হয়েছেন।

উল্লেখ্য বিশ্ব একাদশের কোচিংয়ের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল ও ইমরান তাহিরদের খেলার কথা রয়েছে। দলের সম্ভাব্য অধিনায়ক ডু প্লেসিস। এছাড়াও দু’জন অস্ট্রেলিয়া ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular